গাংনী প্রতিনিধি: ২শ গ্রাম গাঁজাসহ আব্দুল মান্নান (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে করমদী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে করমদী গ্রামের গড়ির মাঠের মধ্যে র্যাব সদস্যরা তাকে থামতে নির্দেশ দেন। মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর সময় মান্নান আটক হয়। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেলসহ তাকে আটক করেন র্যাব সদস্যরা। অভিযান পরিচালনা করেন র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মোজাম্মেল হক। গতরাতেই তার নামে গাংনী থানায় মামলা দায়ের করেছে র্যাব।