মাথাভাঙ্গা মনিটর: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলতে নামেন শচীন টেন্ডুলকার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অসংখ্য ভক্তের ভালোবাসায় সিক্ত ক্রিকেটের এ কিংবদন্তি। শচীনের ২০০তম ও ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের এ আবেগ ছুঁয়েছে বলিউডের তারকাদেরকেও। তাই কাজ ফেলে হলেও শচীনের খেলা দেখতে মাঠে হাজির হন আমির খান, রণবীর কাপুর, শহীদ কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রভু দেবা, সুশান্ত সিং রাজপুত, বরুণ ধাওয়ানের মতো তারকারা।