আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগরের মসুরিভাজা থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অস্ত্রধারী অপহরণচক্র। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে।
জানা গেছে, সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের খোকন মল্লিকের ছেলে রিয়েল (২১) আমঝুপিতে ব্যক্তিগত কাজ সেরে রাত ৮টার দিকে করিমনযোগে নিজ বাড়ি বলিয়ারপুরে ফিরছিলেন। পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রাজনগরের মসুরিভাজা নামক স্থানে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী অপহরণকারী দল তাকে অপহরণ করে মারধর করে ও তার কাছে থেকে ১ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইলফোন কেড়ে নেয়। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারী দল। অবশেষে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা মুক্তিপণ নিয়ে অপহৃতকে ছেড়ে দেয়।