মেহেরপুর কাজীপুর ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা মনিং স্টার ক্লাব সেমিফাইনালে উন্নীত

 

স্টাফ রিপোর্টার:  মেহেরপুর কাজীপুর ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা মনিংস্টার ক্লাব রাজশাহী জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কাজীপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে অমীমাংসিত থাকে। ফলাফল নির্ধারণে টুর্নামেন্ট পরিচালনা কমিটি টাইব্রেকার পদ্ধতির সহায়তা গ্রহণ করে। টাইব্রেকারে চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব ০(৫)-০(৪) গোলে রাজশাহী জেলাদলকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে গোল করেন মুরাদ, আশরাফুল খোকন, সাইদুর ও অধিনায়ক মিলন বিশ্বাস। দলের অন্যান্য খেলোয়াড়রা হলো আশা, সজিব, বিপ্পা, সেলিম, সুরুজ, জিয়া, আব্দুল মালেক (গোলরক্ষক), রিয়ান ও রাজু আহম্ম্দে, সুমন। দলের কর্মকর্তা হিসেবে ছিলেন অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, তানজিলুর রহমান ও ডাবলু। রাজশাহী জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হওয়ায় মর্নিংস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।