কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে আ.লীগ নেতার বাড়ির সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কেন কে বা কারা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়পাড়ার প্রধান সড়কের ওপর আ.লীগ নেতার বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বোমার বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১শ গজ দূরে আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনুর বাড়ি হওয়ায় অনেকেই মন্তব্য করে বলেছে, ইনু শাহকে উদ্দেশ্য করেই দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেছেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।