টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য বেড়েই চলেছে : দু খাদ্য ডিলার বরখাস্ত)

 

ধাপে ধাপে বাজার ফাঁপে

বাড়ছে খালি মূল্য,

এই সুযোগে ব্যবসায়ীদের

ভুড়ি ভীষণ ফুললো।

 

দামের চোটে খাইনে মোটে

কোথায় পাবো খাদ্য,

কামাই করে খাবি যদি

সোনার ঘাটে হাত ধো।

 

বাজার বাড়ে চাপছে ঘাড়ে

ঋণের বোঝা,

বাংলাদেশে বাস করা নয়

এক্কেবারে সোজা!

 

-আহাদ আলী মোল্লা