স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার চারটি পৌরসভা আগামীকাল শনিবার সরকারি নির্দেশনা অনুযায়ী খোলা রাখা হবে। পৌরসভা খোলা রাখার বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন সরকারি সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে চার পৌর মেয়রকে জানিয়ে চিঠি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার পাঠানো চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌর মেয়রকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখার প্রেরিতপত্রের নির্দেশনা মোতাবেক আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার অফিস খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ মীর মহি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।