স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বলেন, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭শ নম্বরের লিখিত ও এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষার সময় সাড়ে তিন ঘণ্টা। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd তে জানিয়ে দেয়া হয়েছে। এ বছর রুয়েটের ১০টি বিভাগে ৭২৫ আসনের বিপরীতে ৬ হাজার ৯৬৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।