মেহেরপুরে জামায়াতের ৩ কর্মী গ্রেফতার

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার উজলপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ঠাণ্ডু মিয়া (৫৫) ও উকিল উদ্দীনকে (৫২) আটক করে। একই রাতে মুজিবনগর থানা পুলিশ মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বিল্লাল হোসেনকে (৩০) গ্রেফতার করে। গত ১৯ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলার গৌরীনগর খালের ধারে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় গ্রেফতার তিনজনকে আটক দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।