আবু তাহির: প্যারিসের বাংলাদেশী কমিউনিটিকে মজবুত অবস্তানে পৌঁছানোর জন্য যিনি নিরলস পরিশ্রম করছেন ও করেছিলেন তিনি ফ্রান্সের সকল বাংলাদেশীদের প্রিয় ও অত্যন্ত শ্রদ্ধাভাজন শহীদুল আলম মানিক ভাই। গত ১২ তারিখ রাত দুটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি প্যারিস জর্জ পাম্পিদো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। প্যারিসের ওভারভিলার বাংলাদেশী মসজিদ প্রতিষ্ঠায় তার অবদান অবিস্মরনীয়। বিশেষ করে প্যারিসে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি প্রসারের লক্ষ্যে তিনি বিরামহীন চেষ্টা চালিয়েছেন। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারিকে ফ্রান্সে স্মরণীয় করে রাখতে তার প্রচেষ্টা এবং শ্রম ছিলো অত্যন্ত সাহসী। তিনি ‘একুশ’ উদযাপন পরিষদের আহবায়ক ও প্যারিসের বিভিন্ন সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি আয়েবারসহ সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা।