চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩ মাস বয়সী শিশুকন্যা সিফাতের মৃত্যু

 

সদরুল নিপুল: পিতা-মাতার অসচেতনতার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩ মাস বয়সী ফুটফুটে শিশুকন্যা সিফাতের মৃত্যু হয়েছে। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না দেয়ায় সিফাতকে অল্প বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জের সোহেল রানার একমাত্র মেয়ে সিফাত (৩ মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়। গতকাল বৃহষ্পতিবার সকালে সিফাতকে পার্শ্ববর্তী এক কবিরাজের নিকট নিয়ে গেলে কবিরাজ জানায় এ শিশুকে তার পক্ষে চিকিৎসা দেয়া সম্ভব নয়। দুপুরে সিফাতকে নীলমণিগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক তপন কুমার অধিকারীর কাছে নিয়ে যাওয়া হয়। শিশুর অবস্থা খারাপ দেখে ওই চিকিৎসক শিশু সিফাতের শরীরে একটি ইনজেকশন পুশ করেন। বেলা ২টার দিকে সিফাত মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সন্ধ্যায় গ্রাম্য গোরস্তানে সিফাতের লাশ দাফন করা হয়। একমাত্র শিশুকন্যার মৃত্যুর কারণে সিফাতের পিতা-মাতার বুকফাটা আহাজারিতে গোটা এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। মেয়ের শোকে মা জেসমিন খাতুন অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এলাকার সচেতন মহলের বক্তব্য সঠিক সময়ে যদি সিফাতকে দ্রুত হাসপাতালে নিয়ে সঠিক চিকিৎসা দেয়া হতো তবে হয়তো তাকে বাঁচানো যেতো।