স্টাফ রিপোর্টার: বিরোধীদলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন গত বুধবার সকালে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মোড় থেকে গ্রেফতার করা হয় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম বক্করকে। এর প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে নগর বিএনপি। হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোববার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী ওই দিনের পরীক্ষা হবে পরদিন সোমবার, একই সময়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভর্তি কমিটির সচিব এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সোমবারের ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরিবর্তিত সময় অনুযায়ী সোমবার সকালে ‘সি-১’ ও বিকালে ‘সি-২’ ও ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ নভেম্বর সকালে ‘এইচ’ ইউনিট ও বিকালে অনুষ্ঠিত হবে ‘জি’ ইউনিটের পরীক্ষা।