আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। অবশ্য ইভটিজিং করার অপরাধে গ্রেফতার হওয়া দুজন থানা থেকে খালাস পেয়েছে। অপর দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইভটিজিং করার অপরাধে ও দু ওয়ারেন্টি আসামিকে গ্রেফতার করে। গতকাল জেএসসি পরীক্ষা চলাকালীন বিনোদপুর গ্রামের রমজান আলীর ছেলে শফিউল (১৫) ও বণ্ডবিল গ্রামের নজরুল ইসলামের ছেলে মিরাজুল ছাত্রীদের সাথে খারাপ আচরণ করছিলো। এ অবস্থায় মাদরাসার শিক্ষকগণ বিষয়টি থানায় জানালে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যান। তারা বড় ধরনের অপরাধ করেও থানা থেকে মুক্তি লাভ করে। মাদরাসার শিক্ষকগণ তাদেরকে পরে ছাড়িয়ে নিয়ে যান বলে টিপু সুলতান জানান। অপর দু আসামি নান্দবারের আব্দুল মালেকের ছেলে মনিরুল ও মৃত আনোয়ারের ছেলে সালামকে (৩৫) আদালতে সোপর্দ করা হয়েছে।