স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হবে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। গতকাল বুধবার দুপুরে ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক এন্তাজুলু হক এ তথ্য জানান। এর আগে ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিলো। হরতালের কারণে স্থগিত করা হয়। চারদিনে মোট ১৬ শিফটে ৮টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষদিন চারুকলা বিভাগের ব্যবহরিক ও নির্ধারিত অন্য কয়েকটি বিভাগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণবশত কোনো তারিখের পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে ওই দিনের পরীক্ষা পরবর্তী শুক্রবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পত্রিকার বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।