মেহেরপুর পিরোজপুর গোল্ডকাপ ফুটবলে হাড়াভাঙ্গা যুব স্পোটিং ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পিরোজপুর নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা যুব স্পোটিং ক্লাব লাভ করেছে। গতকাল বুধবার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা যুব স্পোটিং ক্লাব ৩-০ গোলে সদর উপজেলার ইসলাম এ টু জেড কোচিংকে পরাজিত করে। খেলায় বিজয়ী গাংনী উপজেলার হাড়াভাঙ্গা যুব স্পোটিং ক্লাবের শিপুল, মনা ও মোমিন ১টি করে একটি গোল করে। খেলা পরিচালনা করেন মিন্টু এবং সহযোগিতা করেন লিল্টু ও লিটন। পিরোজপুর ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলুসহ বহুদর্শক খেলাটি উপভোগ করেন।