পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেড অ্যালার্ট

 

স্টাফ রিপোর্টার: হরতালে জামায়াত-শিবিরের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা বাহিনী ছাড়াও পুলিশের সহযোগিতা চাওয়া গয়েছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান। জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলতি বছরের ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ২৬টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজশাহী, ঈশ্বরদী, সৈয়দপুর, সান্তাহার, বোনারপাড়া, পোড়াদহ ও লালমনিরহাটে রেলওয়ে থানায় ২৬টি মামলা হয়। এসব মামলায় ২০ হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়। তবে গ্রেফতারের সংখ্যা সন্তোষজনক না হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। পশ্চিমাঞ্চল রেলের সহকারী কমান্ড্যান্ট শাহজাহান সরকার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার থেকে রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড অ্যালার্ট জারির বিষয়টি জানায়। নাশকতার আশঙ্কায় তারা নিরাপত্তা জোরদার করেছেন। সূত্র জানায়, অ্যালার্ট জারির পর বাড়তি নিরাপত্তা চেয়ে রাজশাহী, খুলনা, রংপুর ও রেলওয়ে রেঞ্জের ডিআইজির কাছে আবেদন করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপ। ৯ নভেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের একান্ত সচিব আবু তাহের মজুমদারের স্বার করা ওই আবেদনে পশ্চিমাঞ্চলে সুষ্ঠুভাবে রেল চলাচলে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া রেলের গুরুত্বপূর্ণ ‌ব্যবস্থপনায় প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।