মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা কমে গেছে। দেশটির অধিকাংশ মানুষ তাকে অসৎ ও অবিশ্বস্ত মনে করছেন। এছাড়া আমেরিকার ৫৪ শতাংশ মানুষ ওবামার কর্মকাণ্ডের বিরোধী। আর ৩৯ শতাংশ মানুষের তার সিদ্ধান্তের ওপর সমর্থন রয়েছে। নতুন এক জনমত জরিপে এ চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের কুইনিপিক বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ওবামার প্রতি ৩৯ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। তার কাজে ৫৮ শতাংশ মানুষ অসন্তুষ্ট। ৫২ শতাংশ মানুষ ওবামাকে বিশ্বাস করেন না। জরিপে ৫৩ শতাংশ মানুষ জানিয়েছেন, ওবামা যোগ্যতার সাথে দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। ওবামার স্বাস্থ্যবীমা আইন ও শাটডাউন পরিস্থিতির কারণে তার জনপ্রিয়তা কমে যায় বলে ধারণা করা হচ্ছে। জরিপে দেখা যায়, ওবামার প্রতি নারী ভোটারদের সমর্থনও কমে গেছে। দেশটির ৫১ শতাংশ নারী তার সিদ্ধান্তের বিরোধী।