স্টাফ রিপোর্টার: ভারত থেকে অবৈধভাবে আসা ফলফুলুরিসহ দু ব্যক্তিকে ধরেও ছেড়ে দিয়েছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। ২০ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। টাকা না দিলে ফলসহ আদালতে সোপর্দ করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে এ টাকা আদায় করা হয় বলে অভিযোগকারীরা জানান। সপ্তাখানেক আগেও একই কায়দায় এক ফলব্যবসায়ীর কাছ থেকে ডিবি পুলিশ ৩০ হাজার টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এসব অভিযোগ করলেন একজন ফলব্যবসায়ী।
অভিযোগকারী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের একজন ফলব্যবসায়ী। তিনি জানান, ফলব্যবসায় শান্তি নেই। বিভিন্ন স্থানে নিয়মিত টাকা পয়সা দিয়ে ব্যবসা করি। কিন্তু ফল দামুড়হুদা পার হলেই বাড়তি উৎকোচ দেয়া লাগে। না হলেই বিভিন্ন হুমকিধামকি আর ফ্যাসাদে পড়তে হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় ব্রিজের নিকটবর্তী মসজিদের কাছ থেকে একটি অটোবাইক থেকে ছয় পেটি ভারতীয় কমলা লেবু, পাঁচ পেটি আঙ্গুর, তিন পেটি বেদানা ও কিছু চেরিফল জব্দ করে। এ সময় চুয়াডাঙ্গা বড়বাজারের ফলব্যবসায়ী শহিদুল ইসলাম ও পোস্টঅফিসের সামনের ফলব্যবসায়ী রাজ্জাককে আটক করে নেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সেখানে ফলব্যবসায়ীদের সাথে ডিবি পুলিশের দেনদরবার চলতে থাকে। এক পর্যায়ে ২০ হাজার টাকার বিনিময়ে ফলসহ আটক দুজনকে ছেড়ে দেয়া হয়। তবে গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের বলেছেন বৈধ কাগজপত্র দেখানোর কারণে ফলসহ তাদের ছেড়ে দেয়া হয়েছে। উৎকোচ আদায়ের বিষয়টি গোয়েন্দা পুলিশ অস্বীকার করে।