স্টাফ রিপোর্টার: টাইপিস্টের দক্ষতা মাপার মাপকাঠি তার টাইপ করা গতি, আর বস্তা বহন করা কুলির দক্ষতা মাপার মাপকাঠি? ভরা বস্তা মাথায় নিয়ে অনবরত হাঁটা! সেই মাপকাঠিতে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়স্থ বিএডিসি গুদামের লেবাররা নিজেদের উদ্যোগেই নিজের সক্ষমতা মাপার প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুদাম চত্বরেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪ জন অংশ নিয়ে ১২০ কেজি ওজনের বস্তা নিয়ে ৩০ মিনিট অনবরত হেঁটে লেবার আনোয়ারুল ইসলাম জিতে নেন ১২ লিটার কোমল পানীয়। আনারুল দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার বাসিন্দা। আর ভিমরুল্লার আশরাফুল ইসলাম সাড়ে ৭৬ কেজি অজনের বস্তা মাথায় নিয়ে একই সময় হেঁটে জিতেছেন ৫শ টাকা। অপর দুজন টিকতে না পেরে পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। নিজেদের মধ্যে আয়োজিত এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেবার সরদার আরিফুল ইসলাম আরিফ। আরিফ বিজয়ী প্রতিযোগিদের মাঝে এ পুরস্কার তুলে দেন।