টিপ্পনী

খবর: (গাংনীর রিপন আলীর বিরুদ্ধে আলমডাঙ্গার স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ)

 

পাড়ার লোকে সারাবেলা

পাড়ে তাকে গাল,

তবু ফাজিল অষ্টপ্রহর

করে বেড়ায় গাল।

 

লেখাপড়ার খোঁজ থাকে না

বাউন্ডুলে ভাব,

কার সাথে সে ঘুর ঘুরিয়ে

করে শুধু ভাব।

 

ভাবের সময় ষোল আনা

জোটে না ডাল চাল,

কিন্তু বেটা বেজায় পটু

চালে দারুণ চাল!

 

Ñআহাদ আলী মোল্লা