স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় বিদ্যুত সপ্তাহ ১৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ওজোপাডিকো চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা ওজোপাডিকো’র বিতরণ কেন্দ্র থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। ‘বিদ্যুত অপচয় রোধ করি আলোকিত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এ বছর জাতীয় বিদ্যুত সপ্তাহ উদযাপিত হচ্ছে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাইফ মাহাবুব, এসএম রেজাউল করিম, এনডিসি মোহাম্মদ মোখলেছুর রহমান, ওজোপাডিকো চুয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী আবু হাসান, সহকারী প্রকৌশলী সবুক্তগীন, বিদ্যুত, শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ওজোপাডিকো চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় বিদ্যুত সপ্তাহ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে বিদ্যুত ব্যবহার ও এর সাশ্রয় বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন ওজোপাডিকো মেহেরপুরের আবাসিক প্রকৌশলী শহিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী প্রমুখ।