চুয়াডাঙ্গার ফার্মাসিস্ট আব্দুল করিমের ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বহুল পরিচিত সাবেক ফার্মাসিস্ট আব্দুল করিম আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান। আজ দুপুরে চুয়াডাঙ্গায় তার দাফন সম্পন্ন হবে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদোশ্রীরামপুর গ্রামের আব্দুল করিম দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গায় বসবাস করে আসছিলেন। এক সময় চুয়াডাঙ্গার আভা ক্লিনিকেও তিনি দায়িত্ব পালন করেন। অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট আব্দুল করিম ইদানীং চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়ার ভাড়ার বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি জণ্ডিসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাত ১১টায় তিনি মারা যান। আজ সকালে তার লাশ চুয়াডাঙ্গায় আনার কথা। দুপুরে জানাজা শেষে তার লাশ দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।