আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে বোমার বিস্ফোরণ ঘটেছে। গ্রামের আব্দুর রহিম বিশ্বাসের বাড়ির সামনে গত সোমবার রাতে এ বোমার বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত শমসের আলী বিশ্বাসের ছেলে আব্দুর রহিম বিশ্বাসের দু ছেলে বিদেশে থাকেন। সম্প্রতি এক ছেলে প্রবাস থেকে বাড়িতে ফিরেছেন। এরই মধ্যে গত সোমবার গভীররাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাড়ির সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আব্দুর রহিম বিশ্বাসের পরিবারসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। চাঁদার দাবিতে ত্রাস সৃষ্টি করতেই ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে এমন ধারণা গ্রামবাসী অনেকের। তবে আব্দুর রহিম বিশ্বাস চাঁদা দাবির কথা অস্বীকার করেছেন। গতকাল সকালে আলমডাঙ্গা থানার এসআই আনিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবীর দৈনিক মাথাভাঙ্গাকে জানান, এটি কোনো বোমার বিস্ফোরণ নয়। কেউ পটকা ফুটিয়ে থাকতে পারে।