মাথাভাঙ্গা মনিটর: আবার পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন ওয়াকার ইউনুস। ওয়াকারের জন্য দায়িত্বটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও দুবার তিনি পাকিস্তানের কোচের চেয়ারে বসেছেন। দুবারই কাজ ছেড়েছেন স্বেচ্ছায়। তারপরও হোয়াটমোরের উত্তরসূরি হিসেবে তার ওপরই আস্থা পিসিবির। ওয়াকারও নাকি আবারও পাকিস্তানের কোচের পদে ফিরে আসতে চান। ৪২ বছর বয়স্ক ওয়াকার ইউনুসের সাথে এরই মধ্যে নাকি বিষয়টি নিয়ে পিসিবির কর্তাদের আলাপ-আলোচনাও হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান ক্রিকেটে শুরু হতে যাচ্ছে আরও একটি ওয়াকার-অধ্যায়। বর্তমান কোচ হোয়াটমোরের সাথে পিসিবির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে।