স্টাফ রিপোর্টার: আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মন্ত্রীরা কেউ পদত্যাগ করেননি। তারা অভিপ্রায় ব্যক্ত করেছেন। সরকারের মন্ত্রীরা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা সংবিধান অনুযায়ী দেয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, সংবিধানের ৫৮(১) (ক) অনুযায়ী পদত্যাগপত্র দিতে হবে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। কিন্তু কোনো পদত্যাগপত্রই রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো হয়নি। পদত্যাগপত্রে রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করা হয়নি। পদত্যাগপত্র দেয়া হয়েছে প্রধানমন্ত্রী বরাবরে। তার মতে, এটা কোনো পদত্যাগপত্রই না। সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীকে সবার সাপোর্ট হিসেবে একটি আনুষ্ঠানিকতা মাত্র। এটা এক ধরনের প্রশাসনিক সাপোর্টের অংশ মাত্র। তাই সাংবিধানিকভাবে মন্ত্রীদের পদত্যাগ হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারবে না- এমন বক্তব্য সঠিক নয়।