স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৪২ বছরের বিশেষ ভারত-বাংলাদেশ পাসপোর্ট (আইবিপি) ব্যবস্থা তুলে দেয়া হচ্ছে। চলতি বছরের ১৫ নভেম্বর শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরসূত্রে জানানো হয়েছে।
তবে ইতোমধ্যে যাদের আইবিপি দেয়া হয়েছে, মেয়াদ শেষ না-হওয়া পর্যন্ত তারা ওই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। আইবিপি-র জন্য নতুন আর কোনও আবেদন নেয়া হবে না। এখন থেকে ভারত থেকে বাংলাদেশ সফরে যেতে সাধারণ পাসপোর্টই ব্যবহার করতে হবে। গত ২৮ জানুয়ারি দু দেশের মধ্যে ভ্রমণ সংক্রান্ত যে-চুক্তি হয়েছে, তাতেই এ সিদ্ধান্তের কথা বলা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়। ১৯৭২ সালে আইবিপি চালু করা হয়েছিলো। কেন্দ্র তখন পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সরকারদের আইবিপি দেয়ার অধিকার দিয়েছিলো। আইবিপি তুলে দেয়ার সিদ্ধান্তের কথা ওই সব রাজ্যকে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।