ঝিনাইদহে ৯টি তাজা ককটেল উদ্ধার

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার একটি বাড়ি থেকে পরিত্যক্ত বাথরুমের ভেতর থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিক আনসার আলী স্থানীয় বেসরকারি সংস্থা সৃজনী বাংলাদেশে চাকরি করেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল  মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা শহরের ব্যাপাড়িপাড়ায় অভিযান চালায়। এ সময় আনসার আলীর বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ব্যাগ ভর্তি ৯টি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ ককটেল রেখেছিলো তা পুলিশ খতিয়ে দেখছে। হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এ ককটেলগুলো মজুত রাখা হয়েছিলো বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।