জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার উপজেলার বাড়ান্দি-বালিহুদা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিজের কাঠ বোঝাই পাউয়ার টিলারের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক কাঠব্যবসায়ী শিমুল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় শিমুলের সঙ্গী আশাদুল ইসলাম (৩২) ও পাউয়ার টিলার যাত্রী দু দিনমজুর শহিদুল ইসলাম (৩৩) ও মোমিন উদ্দিন (৩৫) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালসূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে শিমুল কাঠব্যবসায়ী। গতকাল তিনি বারান্দি থেকে গাছ কিনে পাউয়ার টিলারযোগে নিয়ে আসছিলেন। এ সময় তিনি একই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে আশাদুলকে সাথে নিয়ে পাউয়ার টিলারের সামনে সামনে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। দ্রুতগামী পাউয়ার টিলারের সামনে এ সময় শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তিনি চলন্ত পাউয়ার টিলারের নিচে পড়ে যান। নিচে পড়া শিমুল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার শরীর বিভৎস আকার ধারণ করে। দুর্ঘটনায় পাউয়ার টিলারটি উল্টে যায়। এ ঘটনায় ৩ জন মারাত্মক আহত হয়। আহতরা হচ্ছে কানাইডাঙ্গা গ্রামের মৃত জাহা বক্স মণ্ডলের ছেলে আশাদুল ইসলাম, জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের শুকুর আলী মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম ও বকুণ্ডিয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে মোমিন উদ্দিন।