গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাসায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী শহরের চৌগাছায় অবস্থিত বাসায় পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য এ অভিযান চালায়।
এদিকে তল্লাশির বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আসাদুজ্জামান বাবলুসহ নেতৃবৃন্দ। চলমান আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়ার জন্য পুলিশ এ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। আসাদুজ্জামান বাবলু আরো বলেন, তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান এটিই প্রমাণ করে যে, সরকার বিএনপিকে নির্মূল করতে চাই। তবে মামলা হামলা করে চলমান আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। একই সাথে শত প্রতিকূল পরিবেশ মোকবেলা করে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।