মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনে সহস্রাধিক মৃত্যুর পর ভিয়েতনামের কোয়াং নিয়াহ প্রদেশে গতকাল সোমবার সকালে আঘাত হেনেছে টাইফুন হাইয়ান। হাইয়ানের আঘাতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা গেছে। কোয়াং নিয়াহ প্রদেশে হাইয়ান আঘাত হানার পূর্বে ঝড়টি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, তা সত্ত্বেও ঘণ্টায় একশ পঞ্চাশ কিলোমিটার বেগে এটি গতকাল সোমবার সকালে দেশটির উপকূলে আঘাত করে। রাজধানী হ্যানয়ে ভারী বৃষ্টি আর বন্যার আশঙ্কা করা হচ্ছে। এদিকে হাইয়ানের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো বলেছেন, সরকারের প্রথম কাজ হবে দেশটির বিদ্যুত এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা। দেশটির সশস্ত্রবাহিনী বিমানে করে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সরবারহ শুরু করেছে। এছাড়া অচিরেই জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো জরুরি ত্রাণ সহায়তা শুরু করতে যাচ্ছে।