জীবননগর ব্যুরো: বিশ্ব পর্যটন দিবসে রচনা লিখে দেশসেরার খেতাব অর্জনকারী জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বিনতে হাকিম এবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে দেশসেরার খেতার অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সুমাইয়া বিনতে হাকিমের হাতে দেশসেরা সনদ তুলে দেন।
সূত্র জানিয়েছে, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বিনতে হাকিম ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার খ গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা আবৃত্তি করে প্রথম স্থান অর্জন করে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া ও ধর্ম সচিব কাজি হাবিবুল আওয়াল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জনকারী সুমাইয়া বিনতে হাকিমের হাতে সনদ তুলে দেন। সে ইসলামিক ফাউন্ডেশন জীবননগর অফিসের ফিল্ড অফিসার জীবননগর হাইস্কুলপাড়ার আব্দুল হাকিম ও গৃহিণী জোসনা খাতুনের মেয়ে।
ছবি সংযুক্ত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুমাইয়ার হাতে প্রথম স্থান অধিকারের সার্টিফিকেট তুলে দিচ্ছেন।