স্টাফ রিপোর্টার: আড়াই বছর বয়সী মুন্না মুখে বিষ তুলে নিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওষুধ ভেবে মুখে বিষ দেয়া হয় নাকি সে বোতল পেয়ে নিজেই বিষ খেয়ে বসে তা অবশ্য স্পষ্ট নয়।
মুন্না চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজুমার জিয়ারুল ইসলামের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। মুন্নার শয্যাপাশে থাকা তার মা মুনজুরা খাতুন বলেছেন, অসাবধনতায় মুখে বিষ তুলে নেয় মুন্না। মুখ দিয়ে লালা ঝরতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর মুন্নাকে হাসপাতালে নেয়া হয়।