মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুলিতে নিহত হয়েছেন হাক্কানি জঙ্গি গোষ্ঠীর অন্যতম এক ঊর্ধ্বতন নেতা। নাসিরুদ্দিন হাক্কানি নামের এ নেতা ছিলেন হাক্কানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জালাউদ্দিনের ছেলে। তিনি এ সংগঠনে অর্থ সহায়তাও করতেন। তার মরদেহ আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে খবরে। তাকে কি কারণে কারা হত্যা করেছে তা পরিষ্কার জানা যায়নি। নাসিরুদ্দিন হাক্কানির নাম ছিলো যুক্তরাস্ট্রের তৈরি করা বিশ্ব সন্ত্রাসীদের তালিকায়। তার নিহত হওয়ার ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও কয়েকটি সূত্রে জানা গেছে, ইসলামাবাদের কাছে রাওয়ালপিণ্ডি শহরে গোলাগুলিতে গত রোববার রাতে তিনি নিহত হয়েছেন। এর আগে হাক্কানির আরেক নেতা এবং দলটির অভিযান পরিচালনাকারী কমান্ডার বদরুদ্দিন গত বছর অগাস্টে ড্রোন হামলায় নিহত হন।