ঝিনাইদহে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

ঝিনাইদহ অফিস:  ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিকেলে জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান। বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক রাসিদুর রহমান রাসেল। সভায় বক্তারা বলেন, প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সাথে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য হরতালের নামে দেশে মানুষ খুনের রাজনীতি শুরু করেছেন।