স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জিগজাগ ইটভাটা মালিক সমিতি গঠন করা হয়েছে। জিগজাগ পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে ইট পোড়ানো যাবে না মর্মে ঘোষণার পর গতকাল চুয়াডাঙ্গায় এ কমিটি গঠন করা হলো।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ নভেম্বর এক সভায় চুয়াডাঙ্গা জিগজাগ ইটভাটা মালিক সমিতি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল মান্নান নান্নু ও যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান লাভলু। সদস্যরা হলেন, নাসির উদ্দিন নান্নু, মজিবর রহমান, আবুল হাসেম, শামসুর রহমান বালু ও আব্দুর হালিম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বোস।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী জিগজাগ ভাটা যার জ্বালানি একমাত্র কয়লা। কয়লা ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করেই জিগজাগ পদ্ধতিতে ইট তৈরি করা হয়। অপরদিকে চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব অবশ্য বলেছেন, আগামী জুন পর্যন্ত উঁচু চিমনির ভাটারও বৈধতা দিয়েছে প্রশাসন। ইতোমধ্যেই সে ঘোষণা ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি।