মেহেরপুর অফিস: গণমানুষের সাথে সার্বক্ষণিক সম্পৃক্ত, তৃণমুল নেতা-কর্মীদের আস্থাভাজন, দলের জন্য নিবেদিতপ্রাণ ও বিশ্বাসী ব্যক্তিদের আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন মেহেরপুর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। লিখিত বক্তব্যে আরো বলা হয়, আওয়ামী লীগের কিছু স্বার্থবাদী নেতা এ দুটি আসন জামায়াত-বিএনপির হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। দলীয় কর্মসূচি পালন ও হরতাল অবরোধসহ বিরোধী জোটের আন্দোলন কর্মসূচি মোকাবেলায় রাজপথে যারা সক্রিয় ভুমিকা রেখে দলের অস্তিত্ব রক্ষায় সক্রিয় ভুমিকা পালন করছেন তাদের মধ্যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনাম সাজ্জাদ, শহর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আসলাম খান পিন্টু, বাস্তুহারা লীগের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ আলী, শ্রমিক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, বঙ্গবন্ধু শিশু একাডেমীর আহ্বায়ক শেখ মোমিন, রিকসা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি কালু, ইউপি সদস্য রংতুলি শ্রমিক লীগের আহ্বায়ক আবু সুফিয়ান, মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক জাহিদ হাসান রাজিব, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।