স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি পদত্যাগপত্র দেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে আগামীকাল সোমবার মন্ত্রিসভার বাকি সকল সদস্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পরে অন্তর্বর্তী সর্বদলীয় সরকারে প্রধানমন্ত্রী বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যাদেরকে রাখবেন, তাদের ছাড়া বাকি মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন। জনসভায় যোগ দিতে গতকাল শনিবার ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সাথে হেলিকপ্টারে ঢাকা থেকে মৌলভীবাজারের বড়লেখায় আসেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পদত্যাগপত্র জমা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা স্বীকার করেন সুরঞ্জিত সেনগুপ্ত। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েই তিনি তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জে যান। প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার সর্বপ্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।