স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক পিয়াস করিমের বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়েছে দৃষ্কৃতিকারীরা। এতে বাড়ির একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডির ২৪ নম্বর রোডের ৫ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার এসআই শিমুল কুমার বলেন, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিন-চারজন অপরিচিত যুবক অধ্যাপক পিয়াস করিমের বাসায় যায়। স্যার আছেন কি-না খোঁজখবর নেয়। এসময় নিরাপত্তাকর্মীরা জানায়, স্যার বাসায় নেই। এ কথা জানার পরপরই একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরিত ককটেলে আঘাত পান বাড়ির একজন নিরাপত্তাকর্মী। ঘটনার বিষয়ে অধ্যাপক পিয়াস করিম বলেন, আমার বাসা লক্ষ্য করে কে বা কারা গুলি ছুঁড়েছে। একই সাথে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।