গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গোপনে চলমান আন্দোলন সংগ্রাম ক্ষতিগ্রস্ত করা এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। পৌর বিএনপির পরবর্তী সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক মনোনীত করা হবে বলেও জানিয়েছেন আমজাদ হোসেন।