গাংনীর ভবানিপুর গ্রামের নির্মাণশ্রমিক রিপন আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে অপহরণের অভিযোগে এজাহার

 

আলমডাঙ্গা ব্যুরো: নির্মাণশ্রমিক রিপন আলীর (৩৬) বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা  হয়েছে।

জানা গেছে, তিয়রবিলা গ্রামের প্রবাসী আব্দুস সালামের বাড়িতে প্রায় ৪/৫ মাস ধরে গৃহনির্মাণের কাজ করে আসছিলো মেহেরপুর গাংনীর ভবানিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রিপন আলীসহ ওই গ্রামের ৪/৫ ব্যক্তি। গত ৩ নভেম্বর বিকেলে বাড়ির সামনে থেকে রিপন আলী তার সহযোগীদের সহযোগিতায় আব্দুস সালামের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ইপি খাতুনকে (১৪) জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়। ওই ঘটনায় ইপি খাতুনের চাচা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেছেন।

তবে এলাকার একাধিকসূত্র অপহরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করে জানিয়েছেন বিষয়টি প্রেমঘটিত।