আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাউসপুর ব্রিজের নিকটে সুমি নামের অনার্স পড়ুয়া এক যুবতীকে মারধর করে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছত্রপাড়ার মুলামের (৩৩) বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই ঘটনা ঘটানো হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ছত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শাম্মি আক্তার সুমি (২১) কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী। দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো একই পাড়ার রেজু মুন্সির ছেলে নিরক্ষর মুলাম। গতকাল শনিবার নানাবাড়ি যাওয়ার জন্য সুমি বাড়ি থেকে বের হয়ে আলমডাঙ্গা শহরের হাউসপুর এলাকায় পৌঁছে অটোবাইকে ওঠে। ওই সময় মুলাম তাকে চুল ধরে নামিয়ে নিয়ে চড়থাপড় মেরে সোনার চেন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।