স্টাফ রিপোর্টার: কলেজছাত্রীকে নিয়ে অজানা ঠিকানায় পাড়ি দেয়া সাজ্জাদ হোসেন সুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কলেজছাত্রীর পিতার দায়ের করা অপহরণ মামলায় গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সাজ্জাদ হোসেন সুজনের সাথে বিয়ে করেছে বলে জানিয়েছে কলেজছাত্রী। সে তার পিতার জিম্মায় যেতে অস্বীকৃতি জানানোর কারণে বিজ্ঞ আদালত নিরাপদ হেফাজতে প্রেরণের অদেশ দেন। কলেজছাত্রীর বয়স ১৮ পূর্ণ হতে এখনও অনেক বাকি। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে সে নিজ জিম্মায় মুক্ত হতে পারবে না। এক আইনজীবী এ তথ্য জানিয়ে বলেছেন, প্রেম করে হলেও প্রাপ্ত বয়সের আগে কারো হাত ধরে চলে গেলেও তা আইনের দৃষ্টিতে ফুঁসলিয়ে অপহরণ।
সাজ্জাদ হোসেন সুজন (২৮) ফরিদপুরের সদরপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা রূপছায়া সিনেমাহলপাড়ায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করার সময় কলেজছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কের সূত্র ধরেই কলেজছাত্রীকে ফুঁসলিয়ে অজানা ঠিকানায় নেয় সুজন। অবশেষে অপহরণ মামলায় সে এখন জেলহাজতে।