স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাইটেক পার্কের পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এ ঘোষণা দেন। এডিপির সহায়তায় সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকনমিক কো অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ইনফরমেশন হাইওয়ে স্থাপন করে এ সুবিধা দেয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা। এর ফলে ইন্টারনেটে আপলোডিং, ডাউনলোডিঙের ক্ষেত্রে উচ্চ গতি পাওয়া যাবে তুলনামূলক কম দামে। ২৩২ একর জায়গার ওপর হাইটেক পার্কটি প্রতিষ্ঠার কাজ চলছে। এখানে দেশ বিদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানি নিরবচ্ছিন্ন গবেষণা ও সফটওয়্যার উন্নয়নের কাজ করবে। ২০১৭ সালের মধ্যে এ পার্কটি তার পূর্ণাঙ্গ যাত্রা শুরু করতে পারবে বলে জানান মন্ত্রী।