প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক সমাজ সিডিএফ ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে স্মরণসভা ও র্যালি
স্টাফ রিপোর্টার: সাইফুল ইসলাম পিনুর নামে চুয়াডাঙ্গার একটি সড়কসহ স্থাপনার নামকরণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পুরাতন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত নাগরিক স্মরণসভায় ঘুরে ফিরে বক্তাদের মুখে এ দাবি বারবারই উত্থাপিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সিডিএফ’র সাবেক সভাপতি, পল্লি উন্নয়ন সংস্থা পাস’র প্রয়াত পরিচালক সাইফুল ইসলাম পিনুর প্রথম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল। এ দিবসে সাইফুল ইসলাম পিনুর স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএফ’র বর্তমান সভাপতি ওয়ালিউর রহমান টুল্লু।
‘চুয়াডাঙ্গার বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের প্রাণ পুরুষ সাইফুল ইসলাম পিনুর প্রথম মৃত্যুবার্ষিকী’ ‘মরণ সাগর পাড়ে তুমি অমর, তোমাকে স্মরণ করি আমাদের কর্মে চিন্তায় ও প্রতিজ্ঞায়’ এ স্লোগানকে সামনে রেখে স্মরণসভার আয়োজন করে নাগরিক সমাজ, সিডিএফ ও স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ তথা পুরাতন লাইব্রেরি চত্বর থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করে। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই চত্বরে ফিরে স্মরণসভায় মিলিত হয়।
বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সাইফুল ইসলাম পিনুর বড় বোন আম্বিয়া খাতুন লতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সিদ্দিকুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা বিএনপির যুগ্মসাধারণ সাম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাজাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. শামিম রেজা ডালিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আকসিদুল ইসলাম রতন, সিডিএফের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আত্মবিশ্বাসের সমন্বকারী সহিদ হাসান হালিম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পল্লি উন্নয়ন সংস্থার (পাশ) পরিচালক ইলায়াস হোসেন, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য লিটু বিশ্বাস, উদীচীর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নওশের আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী জহির রায়হান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, অরিন্দমের সিনিয়র নির্বাহী সদস্য আলাউদ্দিন ও প্রেসক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মরিয়ম শেলী। সাইফুল ইসলাম পিনুর স্মরণে কবিতা পাঠ করেন সাহিত্য পরিষদের সদস্য কবি নাজমুল, ইদ্রিস মণ্ডল, রাবেয়া খাতুন রাবু, রাশিদা হাসনু আরা বেলু। অনুষ্ঠানটি প্ররচালনা করেন কামরুজ্জামান যুদ্ধ।
আলোচনাসভায় বক্তারা বলেন, সাইফুল ইসলাম পিনুর অবদান রয়েছে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ছিলেন পরীক্ষিত জনপ্রিয় নেতা। সাংবাদিকতায়ও রয়েছে অনিস্বীকার্য অবদান। তিনি ছিলেন সৎ এবং সুন্দর সমাজ গঠনে বলিষ্ঠ কর্মী। তার স্মরণে চুয়াডাঙ্গার একটি রাস্তার নামকরণের দাবি যুক্তিযুক্ত। তাছাড়া শিল্পকলা একাডেমী চত্বরের মুক্তমঞ্চটিকে সাইফুল ইসলাম মুক্তমঞ্চ করতে হবে বলেও দাবি জানান উপস্থিত সামাজিক রাজনৈতিক ও সাহিত্য সংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।