স্টাফ রিপোর্টার: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। তিনি আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তার পদত্যাগপত্র জমা দেবেন। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ খাজা নিজামউদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলের ভূমিকা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে সহায়তা করতেই পর্যায়ক্রমে সব মন্ত্রীই পদত্যাগ করবেন। এর অংশ হিসেবে আমি কাল (শনিবার) পদত্যাগপত্র জমা দেবো। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্য প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সত্যই যদি হামলাকারীদের কোনো মন্ত্রীর মিছিলে দেখা যায় তা অত্যন্ত দুঃখজনক। সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন তাদের সাবধান থাকতে হবে। বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সরকারে আপনি কতোজন সদস্য চান এবং কোন কোন মন্ত্রণালয় চান তার তালিকা দিন। নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন হওয়ার পর আর কোনো সুযোগ থাকবে না। চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।