স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সুবর্ণচরে গত বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবিরসহ পুলিশের পাঁচ সদস্য। নিহত ব্যক্তিরা হলেন কালু মিয়া (৪০) এবং তার সহযোগী রিপন (২৭) ও মো. রুবেল ওরফে ভোলাইয়্যা রুবেল (২৪)। পুলিশের দাবি, নিহত কালু মিয়া জলদস্যু কালু বাহিনীর প্রধান কালু ডাকাত। আর রিপন ছিলেন ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড। রুবেলও সেই দলের সদস্য। গোলাগুলির কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। প্রায় ১৫-২০ মিনিট এ গোলাগুলি চলে। একপর্যায়ে গুলি ছোড়া বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, রাইফেলের দুটি গুলি, বন্দুকের তিনটি গুলি, দুটি রাম দা, একটি ছোরা ও একটি সিগন্যাল রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।