স্টাফ রিপোর্টার: রাজবাড়ী রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় ট্রেনে কাটাপড়ে শুক্লা রানী (৪১) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় রাজবাড়ী থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে শুক্লা রানী কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শুক্লা রানী জেলা শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের সন্তোষ কুমার ঘোষের মেয়ে এবং আইডিয়াল স্কুলের শিক্ষিকা।