মথাভাঙ্গা মনিটর: রাজনীতিতে নেমেছি, ভোটে দাঁড়িয়েছি, মন্ত্রী হয়েছি। এখন যদি ধনকুবের না হতে পারি তো হব কখন! এমন মানসিকতার পরিচয় দিয়ে বরখাস্ত হয়েছেন ঘানার যোগাযোগ উপমন্ত্রী ভিক্টোরিয়া হাম্মাহ। তিনি বলেছিলেন, মিলিয়নেয়ার (১০ লাখ মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি) না হওয়া পর্যন্ত রাজনীতি করবেন! অর্থাৎ তার কাছে রাজনীতি মানে টাকার গাছ। কিন্তু তার স্বপ্ন আর সত্যি হতে দিলো না দেশটির সরকার। রাজনীতিকে পুঁজি করে কোটিপতি হওয়ার বাসনা জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে। মূলত একটি গোপন টেপ রেকর্ড ফাঁস হওয়ার পর সবাই হাম্মাহের এ স্বপ্নের কথা জানতে পারে। ওই টেপ রেকর্ডে তাকে বলতে শোনা যায়, আপনার টাকা থাকলে আপনি সবাইকে হাতের মুঠোয় রাখতে পারবেন। তাই এক মিলিয়ন ডলার কামাই না করা পর্যন্ত রাজনীতি চালিয়ে যাবো। টেপ রেকর্ডটি ঘানাজুড়ে ছড়িয়ে পড়ার পর সরকার চরম বিব্রত হয়। একারণে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।