স্টাফ রিপোর্টার: নেতাদের গ্রেফতার ও ধরপাকড়ের ঘটনাকে সরকারের পতনের আগে মরণ কামড় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। দলের সিনিয়র তিন নেতার গ্রেফতারের প্রতিবাদে রাত ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের অংশ হিসেবেই দলের বর্ষীয়াণ নেতাদের গ্রেফতার করা হয়েছে। ৱ্যাব পুলিশ দিয়ে দলীয় কার্যালয় ঘেরাও করে রাখা হয়েছে। তবে ৱ্যাব পুলিশ দিয়ে সরকার পতন ঠেকাতে পারবে না। তিনি বলেন, আর কোনো সিনিয়র নেতাকে গ্রেফতার করা হলে সরকারকে ঘেরাও করা হবে। ৭২ ঘণ্টার হরতাল আরও তীব্র থেকে তীব্র করা হবে। গুলি করে ইয়াহিয়ার সরকারও টিকতে পারেনি। জনগণের শক্তির কাছে হাসিনার সরকারও টিকতে পারবে না।