ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত এয়ারটেল রাইজিংস্টর ফুটবলে গতকাল শুক্রবার দ্বিতীয় দিন ইয়েস কার্ড পেলো আরো দু জন। এরা হলো ইমন ফয়সাল ও রিয়াদ জোয়ার্দ্দার। এয়ারটেল কর্তৃপক্ষ জানান গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা থেকে ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা থাকলেও মাত্র ৪টি দল অংশ নেয়।
উল্লেখ্য এ প্রতিযোগিতা থেকে মেধা সম্পন্ন ফুটবল খেলোয়াড় বাছায় করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন জন চৌকশ ফুটবল প্রশিক্ষক মাঠে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন। তারা হলেন শেখ শুক্কুর মোহাম্মদ টোটাম, কেএম জাবিদ হোসেন অপু ও মাসুদ পারভেজ কায়সার।